রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( বিকাল ৩:৪৫ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( বিকাল ৩:৪৫ ) 
Ctgdailynews

বাবা-মাসহ একই পরিবারের ৪ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

ডেস্ক রিপোর্ট : ২ বছর আগে ঘরের ছোট ছে’লে সনাতন ধ’র্ম ত্যাগ করে ইস’লাম ধ’র্ম গ্রহণ করেন। এবার একই পরিবারের আরও ৩ জন সদস্য ইস’লাম ধ’র্ম গ্রহণ করেছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজে’লার পৌর শহরের ইকড়ছই গ্রামের মো. সুলেমান হোসেন সৈকত (সুদীপ কর) ২০১৮ সালে সনাতন ধ’র্ম ত্যাগ করার ২ বছর পর তার বাবা-মা ও বড়ভাই ইস’লাম ধ’র্ম গ্রহণ করলেন।

শনিবার সকালে জগন্নাথপুর উপজে’লায় বিশিষ্ট আলেম আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির (ফুলতলি সাহেব) দ্বিতীয় ছে’লে সাহেবজাদা মওলানা নজমুদ্দিন চৌধুরীর মাধ্যমে পরিবারের বাকি সদস্যরা ইস’লাম ধ’র্ম গ্রহণ করেন। এ সময় মো. সুলেমান হোসেন সৈকতের বাবা কবিন্ড করের নাম রাখা হয় মো. ইব্রাহিম হোসেন, মায়ের নাম অনিতা রানী দাস থেকে মোছা. রহিমা বিবি ও বড়ভাই রতন করের নাম রাখা হয় মো. ইসমাইল হোসেন।

পরিবার সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজে’লার পৌর শহরে ইকড়ছই গ্রামের ব্যবসায়ী কবিন্ড রায় বতর্মান মো. ইব্রাহিম হোসেনের ছোট ছে’লে সুলেমায় হোসেন সৈকত ২ বছর আগে সনাতন ধ’র্ম ত্যাগ করে ইস’লাম ধ’র্ম গ্রহণ করেন। ধ’র্মত্যাগ করা নিয়ে তার পরিবারের মধ্যে কোনো সমস্যা না থাকায় পরিবারের সঙ্গেই থাকতেন সৈকত। তিনিই পরিবারে ইস’লামের বার্তা পৌঁছাতে শুরু করেন। প্রথম’দিকে তার পরিবারের কোনো সদস্য রাজি না হলেও তার দীর্ঘ চেষ্টায় শুক্রবার তার পরিবারের সকল সদস্য রাজি হন ইস’লাম ধ’র্ম গ্রহণের জন্য।

ওইদিন বিকেলেই সুলেমান হোসেন সৈকত তার পরিবারের সদস্যদের নিয়ে সাহেবজাদা মওলানা নজমুদ্দিন চৌধুরীর বাড়িতে গেলে তিনি তাদের শনিবার সকালে এসে ইস’লাম ধ’র্ম গ্রহণ করার কথা জানান। তার কথা মতোই শনিবার সকালে সুলেমান হোসেন সৈকত তার বাবা-মা ও বড়ভাইকে নিয়ে মওলানা সাহেবের বাসায় গেলে তিনি তাদের ইস’লাম ধ’র্ম গ্রহণ করান।

মো. সুলেমান হোসেন সৈকত বলেন, আমি আমা’র বন্ধু ও বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে শুনেছি ইস’লাম ধ’র্ম শান্তির ধ’র্ম। পরবর্তীতে আমি এটি নিয়ে ভেবে দেখি এবং নিজেও ইস’লাম ধ’র্ম স’ম্পর্কে পড়াশুনা করি। সেখান থেকেই ইস’লাম ধ’র্মের প্রতি আমা’র ভালোবাসা তৈরি হয়।

এজন্য আমি ২ বছর আগেই সনাতন ধ’র্ম ত্যাগ করে ইস’লাম ধ’র্ম গ্রহণ করি। কিন্তু ধ’র্ম ত্যাগ করায় আমা’র পরিবার আমাকে দূরে ঠেলে দেয়নি। আমি বাড়িতে থেকেই নামাজ, রোজা ও কোরআন তেলোওয়াত করেছি। পরবর্তীতে আমি তাদের ইস’লামের বার্তা পৌঁছাতে থাকি। প্রথমে পরিবারের মানুষ রাজি না হলেও এক সময় তারা মেনে নেন।

মো. সুলেমান হোসেনের বাবা ইব্রাহিম হোসেন বলেন, আমা’র ছে’লে আগেই ইস’লাম ধ’র্ম গ্রহণ করেছে। তার মাধ্যমে আম’রাও এক সময় বুঝতে পারি ইস’লাম শান্তির ধ’র্ম। পরিবারের সবাই এখন ইস’লাম ধ’র্ম গ্রহণ করেছি। আম’রা আমাদের দোকানের নাম ‘সুদীপ টি স্টল’ থেকে ‘ফুলতলি রেস্ট্যুরেন্ট’ রেখেছি এবং মিলাদও পড়িয়েছি। আমাদেরকে সবাই খুব সুন্দর করে গ্রহণ করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print