

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই দেশের আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তার নিজ নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন।
এরই মধ্যে নতুন করে ভোগান্তি বয়ে এনেছে দীর্ঘমেয়াদী বন্যা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়ও কাজ করে যাচ্ছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে চ্যারিটি নিলামের আয়োজন করা হয়েছে। এই নিলামে বিজয়ীকে দেয়া হবে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সকল খেলোয়াড়ের অটোগ্রাফ সম্বলিত জার্সি। সেই সাথে ওল্ড ট্রাফোর্ডের মাঠে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের লাইভ খেলা দেখার দুটো ম্যাচ টিকিটও পাবেন সেরা নিলামকারী।
দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেইজে আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে এই চ্যারিটি নিলামটি। গালফ অয়েলের যৌথ প্রচেষ্টায় আয়োজিত নিলামে সংগৃহীত সকল অর্থ দেশের বন্যার্ত মানুষের সহায়তায় দান করা হবে।
গতকাল ৩১ আগস্ট, সোমবার রাত এ বিষয়ে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টও দিয়েছেন সাকিব আল হাসান।
এতে লেখা হয়, ‘আগামী ১ সেপ্টেম্বর সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চ্যারিটি নিলাম। নিলামে বিজয়ী জিতে নিতে পারেন প্রখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সকল খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি ও ওল্ড ট্রাফোর্ডের মাঠে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের লাইভ খেলা দেখার দুটো ম্যাচ টিকিট।
গালফ অয়েল বাংলাদেশ ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করা হবে বন্যার্ত মানুষের সাহায্যে।’
এই পোস্টে যে কোন প্রকার অনুদান দিয়ে সহায়তা করতে www.sahfbd.com ওয়েবসাইটটি ভিজিট করতেও অনুরোধ জানান সাকিব।
ইতোমধ্যে বগুড়া-সিরাজগঞ্জ এলাকার বন্যার্তদের মাঝে সাকিবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের মহামারী শুরু হওয়ার পর থেকেই তার ফাউন্ডেশন সক্রিয় ভূমিকা রেখে চলেছে। করোনার কারণে কর্মহীন হাজারো মানুষকে এখন পর্যন্ত সহায়তা দেয়া হয়েছে। এছাড়া রোগীদের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবাও দিয়েছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman