

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গায় কনটেইনার ডিপোতে গাড়ির ইঞ্জিন পরিস্কারের সময় তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গার বিজয় নগরের ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের মধ্যে শ্রমিক ও গাড়ির টেকনিশিয়ান রয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তিনি কী কারণে বিস্ফোরণ ঘটেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু বলতে পারেননি।
তবে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, দুপুর পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড নামে একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে একটি গাড়ির গ্যারেজে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল।
সে সময় সেখানে বিস্ফোরণ ঘটলে তিনজনের মৃত্যু হয়।
পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ গনমাধ্যমকে বলেন, ইনকন্ট্রেড কন্টেইনার ডিপোতে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিনজন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman