

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি ও সিএনজিচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা-নিশিকান্দা ব্রিজের ঢালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিচালক ও একযাত্রী নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় এক যাত্রীকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরাতন তুইতাল গ্রামের যোসেফ বিপুল গোমেজ (৪৯), তার স্ত্রী তন্দ্রা ফ্লোরেন্স গোমেজ (৩৮) ও সিএনজিচালক খালেদ (৪৯)। খালেদের গ্রামের বাড়ি ভোলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে এন মল্লিক পরিবহনের একটি বাস বান্দুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপর দিকে সিএনজিচালক দুজন যাত্রী নিয়ে বান্দুরার দিকে আসছিলেন। উপজেলার নিশিকান্দা ব্রিজের ঢালে এলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক খালেদ ও যাত্রী বিপুল গোমেজ মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় তন্দ্রা ফ্লোরেন্স গোমেজকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি এবং দুজনকে মৃত অবস্থায় রাস্তায় পাই। দুর্ঘটনার ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহায়তায় লাশ থানা মর্গে পাঠানো হয়। এ ছাড়া আমরা দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman