

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বহু বিদেশি গ্রেফতার হচ্ছেন। বিশেষ করে নাইজেরিয়া, ফিলিপাইন,মিয়ানমার, শ্রীলঙ্কাসহ অফ্রিকার কয়েকটি দেশের নাগরিক আছেন এই অপরাধ কর্মকাণ্ডে।
অপরাধে জড়িতদের প্রায় সবাই অবৈধভাবে এ দেশে বসবাস করছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও বাংলাদেশে অবস্থান করছেন এমন বিদেশি নাগরিকের সংখ্যা প্রায় ৭০০।
ক্রাইম কন্ট্রোলে (অপরাধ নিয়ন্ত্রণে) এদের ফেরাতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ৯ সেপ্টেম্বর সচিবালয়ে নিজ দফতরে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দূতাবাসগুলো যদি কোনো উৎসাহ না দেখায় তাহলে দেশের ক্রাইম কন্ট্রোলের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া অনেক দেশের নাগরিকদের যাদের বাংলাদেশে দূতাবাস নেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইসব দেশে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman