

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি প্রতিষ্ঠান ও ক্লিনিক থেকে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এর সনদ নিয়ে আসায় সৌদিয়া এয়ারলাইন্স এর আজ ২৬ সেপ্টেম্বর এর ঢাকা-সৌদি আরব এর সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে প্রবেশ করতে দেয়া হয়নি ৩২ জন প্রবাসী যাত্রীকে! তাদের কাছে টিকিট এবং সকল ডকুমেন্ট থাকার পরেও বেসরকারি প্রতিষ্ঠান থেকে করোনা পরীক্ষা হয়েছে দাবী করে তাদেরকে বোর্ডিং কার্ড দেয়নি এয়ারলাইন্স!
ইতিপূর্বে সৌদিয়া এয়ারলাইন্স এবং সৌদি সরকার এর দেয়া ঘোষণা অনুযায়ী, টিকিট কাটা প্রত্যেক যাত্রীকে ফ্লাইটের সময় এর পূর্ববর্তী ৪৮ ঘন্টার মধ্যে করোণাভাইরাস শনাক্তের পরীক্ষা করতে হবে এবংনেগেটিভ ফলাফল এর ৬টি কপি সাথে রাখতে হবে। এছাড়াও ফ্লাইটে প্রবেশ করার পূর্বে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর Disclaimer Form পূরণ করে সেটা সাথে রাখতে হবে এবং সৌদি আরবে বিমানবন্দরে প্রবেশ করার সাথে সাথেই এই ফর্মটি জমা দিতে হবে। বিম
ইতিমধ্যে সরকার ঢাকার মহাখালীতে প্রবাসীদের ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন বুথ চালু করে, যেখান থেকে শুধুমাত্র প্রবাসীদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে এবং ফলাফল প্রদান করা হবে। সৌদিয়া এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ উভয়েই ঘোষণায় উল্লেখ করেছিলো, যাতে করে সরকার নির্ধারিত স্থান থেকে করোনা টেস্ট করেন যাত্রীরা।
আজ ২৬ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা সৌদিয়া এয়ারলাইন্স এর ফ্লাইট নম্বর এসভি ৩৮০৭। কিন্তু, ফ্লাইটের টিকিটধারী ৩২ জন যাত্রীকে বোর্ডিং কার্ড দেয়নি এয়ারলাইন্স, এবং তাদেরকে ছাড়াই যথাসময়ে ছেড়ে গিয়েছে ফ্লাইটটি
এই ৩২ জন যাত্রীর সকলেই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে নিজেদের কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন। তাদের দাবী, টিকিট কেনার সময় মহাখালীতে অবস্থিত সরকারি কালেকশন বুথে থেকে করোনা পরীক্ষা করা হবে – এমনটি একবারও বলা হয়নি। তাদের মাঝে কেউ বনে সিনা, কেউ এনাম মেডিকেল কলেজ, ইত্যাদি বেসরকারি প্রতিষ্ঠান থেকে করোনা পরীক্ষা করিয়েছেন।
বর্তমানে এয়ারপোর্টেই অবস্থান করছেন এই ৩২ জন প্রবাসী। এই বিষয়ে এখনো কোন বক্তব্য জানায়নি সৌদিয়া এয়ারলাইন্স।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman