

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণ মামলার আসা’মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহসহ সহযো’গীদের স’র্বো’চ্চ শা’স্তির দা’বিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে মু’ক্তিযু’দ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে জ’ড়ো হয়ে তারা সচিবালয়ে স্মার’কলিপি হস্তান্তর করেন। এর আগে সেখানে সংক্ষি’প্ত সমাবেশ করে সংগঠনটির নেতা কর্মীরা।
এ সময় বক্তরা বলেন, ২৪ ঘন্টার মধ্যে নুরুল হক এবং তার সহযো’গীদের গ্রে”প্তা’র করা না হলে কঠোর আন্দোলন করা হবে। দেশে আর কোনো নারী যেন ধ’ র্ষ’নের শি’কার না হয় সেজন্য প্রশা’সনকে অনুরো’ধ জানান বক্তারা।
ধ ‘র্ষ’কদের স’র্বো’চ্চ শা’স্তি নিশ্চিত করা হলে এ ধরনের অ’পরা’ধ কমে আসবে বলেও মন্তব্য করেন সমাবেশে অংশ নেয়া নেতারা। সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভি’মুখে পদযা’ত্রা নিয়ে যায় মু’ক্তিযু’দ্ধ মঞ্চের সদস্যরা।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধ ‘র্ষ’ণ মা’মলা করেন। মা’মলায় মোট ছয়জনকে আসা’মি করা হয়েছে। তাদের মধ্যে ধ ‘র্ষ’ণে সহযো’গী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman