

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় কয়েকমাস করোনাভাইরাস সংক্রমণ স্থায়ী পর্যায়ে থাকার পর আবার আশ’ঙ্কাজনক হারে হানা দিয়েছে এটি। রোববার ১ দিনেই ১১৫ জন সারাদেশে নতুন করে ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়েছে।
নতুন করে করোনা মহামারি ঠেকাতে এই পরিস্থিতিতে সাবাহ প্রদেশের ৪টি জেলা যথাক্রমে- লাহাদ দাতু, তাওয়াউ, কুনাক এবং সেম্পর্নাতে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এমসিও কার্যকর থাকবে। এই সংশ্লিষ্ট এলাকায় ৯ লক্ষ ৬২ হাজারের ও বেশি বাসিন্দা রয়েছেন।
ইসমাইল সাবরি বলেন, আদেশ কার্যকর থাকাকালীন ১৪ দিনের মধ্যে বাসিন্দাদের অঞ্চল ছাড়তে দেওয়া হবে না। অনাবাসী এবং দর্শনার্থীদেরও এই সময়ে চারটি জেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ ও প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী দোকান ব্যতীত সমস্ত ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ থাকবে।
“এসময় এলাকাগুলতে প্রবেশ বাহির বন্ধ করে দেওয়া হবে। পুলিশ, সশস্ত্র বাহিনী, সিভিল ডিফেন্স, রেলা এবং স্থানীয় কর্তৃপক্ষকে উক্ত জেলাগুলি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হবে।”
“আমরা জনসাধারণকে শান্ত থাকার এবং স্বাস্থ্য কর্তৃপক্ষকে তাদের সম্পূর্ণ সহযোগিতা দেওয়ার এবং কর্তৃপক্ষের জারি করা আদেশগুলি অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।”
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman