

নিজস্ব প্রতিবেদক : ঢাকার যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় আওয়ামী লীগের এক নেতা নি’হ’ত হয়েছেন। নি’হত মাহমুদুন্নবী চৌধুরী (৫১) আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক।
সাবেক এই ছাত্রলীগের নেতার বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। গত সংসদ নির্বাচনে তিনি ফুলবাড়ী-পার্বতীপুর আসন থেকে দলের মনোনয়ন চেয়েছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফ্লাইওভারের যাত্রাবাড়ী টোল প্লাজার কাছে দু’র্ঘট’নায় মাহমুদুন্নবীর মৃ’ত্যু ঘটে বলে গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে সময় বৃষ্টি হচ্ছিল। একটি যাত্রীবাহী বাস তাকে ধা’ক্কা দেয়, এতে তিনি ছিটকে ওই বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।পুলিশ বাসটি আ’টক করলেও এর চা’লক পা’লিয়ে যান।
মাহমুদুন্নবীর লা’শ ম’য়নাত’দন্ত ছাড়াই নিতে তার পরিবার আবেদন করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা সাজু।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman