

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের দেশে ফিরতি আবেদন আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার আবেদন গ্রহণ শুরু হলে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস।
ইকামার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের দেশে ফিরতি আবেদন বন্ধ করেছে বাংলাদেশ দূতাবাস। জানা যায়, সৌদি আরবে যেসব প্রবাসী বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের দেশে ফেরার জন্য আবেদন গ্রহণ ৭ অক্টোবর (বুধবার) থেকে বন্ধ হচ্ছে।
সে কারণে আপাতত আর আবেদন গ্রহণ করা হবে না। ৬ অক্টোবর (মঙ্গলবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিয় বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ।
এতে উল্লেখ করা হয়, রিয়াদের লেবার অফিস থেকে ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া কর্মীদের দেশে ফেরার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। সে কারণে আগামী ৭ অক্টোবর থেকে রিয়াদ দূতাবাসে এ সংক্রান্ত আবেদন আর গ্রহণ করা হবে না। পরবর্তীসময়ে রিয়াদ লেবার অফিস আবার নতুন করে আবেদন গ্রহণ শুরু করলে তা জানিয়ে দেওয়া হবে।
দূতাবাস আরো জানিয়েছে, কফিলের কাছ থেকে পালিয়ে যাওয়া কর্মী ও ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া আমেল মানজিলি কিংবা সায়েক খাস পেশার কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ করা হবে।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যপ্রাচ্যের ১০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠকে শেষে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছিলেন , সৌদি আরবের সাথে সপ্তাহে ২০ টি করে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ১০ টি ফ্লাইট সৌদি এয়ারলাইন্স, ১০ টি বাংলাদেশ বিমান পরিচালনা করবে।
সেদিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আরো জানিয়েছিলেন, যারা কফিলের অনুমতি না পাওয়ায় সৌদিতে যেতে পারছেন না, তাদের বিকল্প চাকুরী খোঁজা দরকার।উল্লেখ্য, এখন পর্যন্ত বিদেশ থেকে ক’রোনার কারণে ১ লাখ ৫৭ হাজার প্রবাসী ফিরে এসেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman