

নিজস্ব প্রতিবেদক : রংপুরে চোখের পলকে হাওয়া হয়ে গেছে এক ঠিকাদারের সাড়ে ১২ লাখ টাকা। দিন দুপুরে নগরির ব্যস্ততম কাছারী বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা।
ঠিকাদার সুজাউল ইসলাম জানান, সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ব্যাংক থেকে সাড়ে ১২ লাখ টাকা তুলে ব্যাগে করে তিনি ব্যাংকের নিচে রাখা মোটরসাইকেলের কাছে যান।
টাকার ব্যাগটি সিটের ওপর রেখে শুধু তালা খুলে তাকিয়ে দেখেন সিটের ওপর টাকার ব্যাগটি নেই। তিনি বলেন, ৩০ থেকে ৩৫ সেকেন্ডের মধ্যে ঘটে যায় এ ঘটনা।
এ ব্যাপারে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজাউল ইসলাম।
রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেলের প্রধান এডিসি উত্তম কুমার পাঠক জানান, সিসি টিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা ও টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman