

আন্তর্জাতিক ডেস্ক : মা’র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা’ম্প দাবি করেন তিনি ভা’রতের বন্ধু্। ভা’রত সফরে তার জন্য এলাহি আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এসবই যেন এখন তুচ্ছ। দেশে ফিরে সুযোগ পেলেই তিনি ভা’রতের বদনাম করেন। এবার তিনি ভা’রতকে সরাসরি নোংরা দেশ বলে উল্লেখ করলেন।
হিন্দুস্থান টাইমস বলছে, ভা’রতের বায়ু দূষণ প্রসঙ্গে এই কথা বলেছেন মা’র্কিন প্রেসিডেন্ট। আসন্ন মা’র্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের সঙ্গে বিতর্কের সময় এই কথা বলেন ট্রা’ম্প।
সারা বিশ্বজুড়ে যে পরিবেশের বিপর্যয় ঘটছে সেই পরিপ্রেক্ষিতে প্যারিস চুক্তি থেকে যু’ক্তরাষ্ট্রের নাম তুলে নেয়া নিয়ে এ বিতর্ক চলছিলো। এসময় ট্রা’ম্প বলেন, চীনের হাল দেখু’ন। কি রকম নোংরা একটি দেশ। রাশিয়া বা ভা’রতের অবস্থা দেখু’ন, কি নোংরা! বাতাস মা’রাত্মক দূষণগ্রস্ত’।
মা’র্কিন প্রেসিডেন্ট প্যারিস পরিবেশ চুক্তি নিয়ে বলেন, পরিবেশ চুক্তি মানলে সব লাটে উঠে যেত, মা’রাত্মক ক্ষতি হত আ’মেরিকার, সহস্র ডলার ব্যয় হত। ট্রা’ম্পের মূল বক্তব্য হচ্ছে যে, দূষণ বেশি ছড়াচ্ছে ভা’রত ও চীন। কিন্তু তাদেরকে তেমনভাবে কলকারখানা বন্ধ করতে বলা হচ্ছে না। যেখানে মা’র্কিন যু’ক্তরাষ্ট্রকে অনেক বেশি পদক্ষেপ নিতে বলা হয়েছে পরিবেশ রক্ষার জন্য।
এই কথা অ’তীতেও বলেছেন ট্রা’ম্প। সেসময় ভা’রতের পক্ষ থেকে তার বি’রুদ্ধে পাল্টা যু’ক্তি দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman