

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নিস শহরে গি’র্জার কাছে ছু”রি হা’ম”লা’র পর দেশেটির সব শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা এবং জনসমাগম স্থানে সর্বোচ্চ নি’রাপ’ত্তা ব্যবস্থা জো’রদার করা হয়েছে।
একে ‘ইসলামপন্থি স”ন্ত্রা”সী হা’ম’লা’ অ’বিহিত করেছে ফ্রান্স। ‘স”ন্ত্রা’সের কাছে হার মানবে না’ বলে আবারও হুঁ’শি’য়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে ফরাসি জাতি নিজেদের মূল্যবোধ বি’স’র্জন দেবে না বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে নিস শহরে ছু’রি’কাঘা”তে ৩ জন নি’হত হন। আহত হন বেশ কজন। এমন ঘটনার পর সাধারণ মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে ৩ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার নি”রাপ’ত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ স’তর্ক”তা জারি করেছে প্রশাসন। এদিন নিসে এ হা”ম’লার ঘটনার পাশাপাশি ফ্রান্সের আরেক শহর আভিনিওঁ এর কাছে এবং সৌদি আরবের ফরাসি কনস্যুলেটেও পৃথক দুটি হা’ম”লা হয়।
ঘটনাস্থলে পরিদর্শন করে ম্যাক্রোঁ আরও বলেন, ফরাসি জাতির ওপর আরেকবার হা’ম”লা হলে নিজেদের র’ক্ষায় সবধরনের ব্যবস্থা নিতে বা’ধ্য থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman