

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রিপল মার্ডারের ঘটনায় পুলি’শের জি’জ্ঞাসা’বাদে লো’মহ’র্ষক তথ্য দিয়েছেন নি”হ’ত আসাদ মিয়ার ছোট ভাই দ্বীন ইসলাম (৩৮)। ঘুম’ন্ত বড় ভাই আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও তাদের শিশু ছেলে লিয়নকে (১২) একাই হ-ত্যা করেন তিনি। একাই তিনজনের লা-শ একটি গ-র্ত খুঁ-ড়ে মাটিচাপা দেন।
কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল এ সব তথ্য জানিয়ে বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম তার ভাই, ভাবি ও ভাতিজা হ-ত্যকা-ণ্ডের দা’য় স্বী’কার করেছেন। শা’বল দিয়ে তাদের মে”রে ঘরের পেছনে গ’র্ত করেন তিনি। পরে লা”শ টেনে নিয়ে সেই গর্তে রাখেন। প্রথমে ভাইয়ের লা”শ, তারপর ভাবির লা”শ ও পরে ভা’তিজার লা”শ রেখে মাটিচাপা দেন দ্বীন ইসলাম।
ওসি জানান, দ্বীন ইসলাম বলেছেন, বুধবার রাত দেড়টা থেকে ২টার দিকে এই ঘটনা ঘটান। জ’মিজ’মা নিয়ে বি’রো’ধের জে’র ধরে ভাই, ভাবি ও ভাতিজাকে হ-ত্যা করেছেন। এ ঘটনায় আ’টক অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে মাটিচাপা দেয়া তিনজনের লা-শ উ’দ্ধার তৎপরতা শুরু করে পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে মাটি খুঁড়ে আসাদ মিয়া, তার স্ত্রী পারভীন আক্তার ও তাদের ছেলে লিয়ন এর লা-শ উ-দ্ধার করা হয়। নি”হত আসাদ মিয়া জামষাইট গ্রামের মৃ’ত মীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আসাদ মিয়ার সাথে তার ছোটভাই দ্বীন ইসলামের জমি সং”ক্রা’ন্ত বি’রো’ধ ছিল। বৃহস্পতিবার সকালে আসাদ মিয়ার মেজো ছেলে মোফাজ্জল নানার বাড়ি থেকে বাড়ি ফিরে মা, বাবা ও ছোট ভাইকে না পেয়ে তাদের খুঁজতে থাকে। পরে ঘরের ভেতর র”ক্ত দেখে তার সন্দেহ হয়।সারাদিন খোঁজাখুজি করে তাদের কোন স’ন্ধান পাননি মোফাজ্জল।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় স্থানীয় লোকজন ঘরের পিছনে মাটি খোঁড়া দেখে অনুস’ন্ধান করে। কোদাল দিয়ে মাটি উল্টাতেই শিশু বাচ্চাটির হাত বে’রিয়ে আসে। তৎক্ষ’ণাৎ ক’টিয়া’দী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লা”শ উ”দ্ধার করে সুর’তহা’ল শেষে ময়’নাতদ’ন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল ম”র্গে পাঠায়।
এদিকে ঘটনার পর থেকে নিহতের ছোট ভাই দ্বীন ইসলামকে বা’ড়িতে পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় পার্শ্ববর্তী মুমুরদিয়া বাজারের একটি চা দোকান থেকে তাকে আ”ট’ক করে পুলিশ। এছাড়া আরও তিনজনকে আ’ট”ক করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
কটিয়াদী মডেল থানার ওসি জলিল বলেন, নি”হ’ত তিনজনেরই মাথায় আ”ঘা’তের চি’হ্ন রয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় মাম’লা দা’য়েরের প্রস্তু’তি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman