

নিজস্ব প্রতিবেদক : কা’রাগারে বসে কামিয়েছেন ৮০ লাখ টাকা। দু’দক বলছে, বিভিন্ন কারাগারে দায়িত্বপালন কালে ঘু’ষ-দু’র্নী’তির মাধ্যমে এ টাকা হা’তিয়ে নিয়েছিলেন বরখাস্তকৃত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক।
বুধবার (০৪ নভেম্বর) এ মাম’লায় তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আ’দালত। টাকাসহ ধরা পড়ার পরও মা’মলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন পার্থ। যদিও আ’দালত বিষয়টি আমলে নেননি।
পার্থ গোপাল বনিক। কা’রাগা’রে বসে কামিয়েছে অঢেল অর্থ। দুদকের জা’লে আ’টকা পড়ার পর তার বাসায় অ’ভি’যান চালিয়ে মিলে নগদ ৮০ লাখ টাকা। তড়িঘড়ি করে টাকাভর্তি ব্যাগ পাশের বাসার ছাদে ফেলে দিলেও তা উ”দ্ধা’র করে দুদকের টিম। তার বি’রু’দ্ধে অ’ভিযো’গ, বিভিন্ন কা’রাগা’রে দায়িত্বপালন কা’লে ঘু’ষ-অ’নিয়মে’র মাধ্যমে উপার্জন করেছেন এসব টাকা।
বুধবার এই মা’মলা’য় বনিকের বি’চার শুরুর আদেশ দিয়েছেন আ’দাল’ত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিদেশে পা’চারের জন্যই টাকা ব্যাংকে না রেখে বাসায় রাখেন বরখা’স্তকৃত ডিআইজি প্রিজন্স। দুদক আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘তার বি’রু’দ্ধে অভি’যোগ গঠন হয়েছে। জ্ঞাত আই’নবহি’র্ভূত সম্পদের অ’ভিযো’গ, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষ’মতার অ’পব্য’বহার অভি’যোগ এবং মা’নি ল’ন্ডা’রিং ও ঘু’ষের অভি’যোগ।’
এদিন মা’মলা থেকে অব্যাহতি চেয়ে পার্থ গোপালের আইনজীবীর আবেদন খা’রিজ করে দিয়েছেন আ’দালত।আসা’মিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, আমরা বি’জ্ঞ আ’দালতে বলেছি, এই চার্জটা হচ্ছে গ্রাউন্ডলেস এবং আসা’মি অব্যাহতি পাওয়ার যোগ্য। বি’জ্ঞ আ’দালত উভয়পক্ষের বক্তব্য শুনেছেন এবং শোনার পরে বিজ্ঞ আ’দালত আমাদের আবেদন নামঞ্জুর করেন। আগামী ১৮ নভেম্বর এই মা’ম’লার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman