

পিনাক ভৌমিক, চট্রগ্রাম : দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা এক অবিচ্ছেদ্য নাম বাংলাদেশ ছাত্রলীগ। আন্দোলন-সংগ্রামের ইতিহাসে জ্বলজ্বল করে জ্বলতে থাকাএক অমলিন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ।
এসো হে নতুন তরুণ, সাড়া দাও আলোর আহ্বানে, এখানে আছে অমোঘ অনুরাগ, জয় বাংলা স্লোগানে।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে ছিন্নমূল পথ শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন ডবলমুরিং থানাছাত্রলীগ নেতৃবৃন্দ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো জানে আলম ও ডবলমুরিং থানা ছাত্রলীগের ছাত্র সংগঠক চট্টগ্রামমহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক পিনাক ভৌমিকের উদ্যোগে ছিন্নমূল পথ শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণএবং কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেকসদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৯ নংসদরঘাট থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো আসিফ চৌধুরী, ডবলমুরিং থানা যুবলীগ নেতা মোঃ আনিস, খুলশী থানা যুবলীগ নেতা মোঃশাকিল, ২৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ আজাদ, সৈয়দ মইনুল করিম বিপন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য আবু সালেহ বাপ্পী, বাপ্পী দত্ত, আহমেদ ফয়সাল ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ইয়াছিন, মোঃ শাহীন, মোঃ রমজান, ইমরান খান অপু, শ্রমিকলীগ নেতা মোঃআরিফ, শেখ আশিক্, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সাকিব, অনিক, হেলাল, ওমর সহ থানা, কলেজ, ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানেপ্রধান অতিথি সৈয়দ রিয়াজুল করিম বিলাস বলেন –
বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশপ্রেমিক কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ।
সময়ের প্রয়োজনে ছাত্রলীগ সবসময় দেশের মানুষের আশা-আকাংখার প্রতিক হয়ে ত্রাতা হিসেবে আবির্ভুত হয়েছে, ইতিহাস সাক্ষী। বাংলাদেশেরইতিহাস ও ঐতিহ্যের গর্বিত অংশীদার “বাংলাদেশ ছাত্রলীগ”
তাই বঙ্গবন্ধু গর্ব করে বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক, স্বার্থক হউক।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman