

নিজস্ব প্রতিবেদক : টীম স্বপ্নের এবারের ইভেন্টের নাম ছিলো “উষ্ণতা”। একফালি হাসির তরে ” উষ্ণতা “। শীতার্তদের পাশে দাঁড়াতে সামাজিক সংগঠন টির পক্ষ থেকে এবার ২ দিন ব্যাপী কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে প্রথম দিন চট্টগ্রাম নগরীর ঝর্ণাপাড়া প্রান্তিক জনগোষ্ঠীর ও অসহায় দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এবং ২য় দিন পাহাড়তলী দারুস সালাম মাদ্রাসায় এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়।
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখায়, স্বপ্নের পৃথিবী আমরাই গড়বো। এই প্রতিপাদ্য কে ধারণ করে গত ২০২০ সালের ফেব্রুয়ারিতে Team স্বপ্নের যাত্রা শুরু হয়, করোনাকালীন তেমন একটা কাজ করতে না পারলেও বর্তমানে তারা তাদের কাজ আবারো শুরু করেছে। তারা সমাজের বিত্তবান দের কে মানবতার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে প্রাণের সঞ্চার ঘটাতে এই সংগঠন টি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman