

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগানকে আজ টেলিভিশন লাইভে কোভিড -১৯ ভ্যাকসিনের এর কার্যকারিতা প্রমান করতে টিকা দেওয়া হয়, তার ক্ষমতাসীন এ কে পার্টির একজন মুখপাত্র বলেছেন, এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে জনসাধারণের সংশয় দূর করতেই এই উদ্যেগ নেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার তুরস্ক স্বাস্থ্য কর্মীদের চীন সিনোভাক দ্বারা বিকাশিত শ’ট পরিচালনা করতে শুরু করে, কারণ এই রো’গের বি’রু’দ্ধে দেশব্যাপী টিকাদান কর্মসূচী কার্যকর করে যা দেশে ২৩,০০০ এরও বেশি লোককে ‘মে’রে’ছে’ করেছে। এ পর্যন্ত ২ লাখ ৫৪ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।
একে পার্টি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এরদোগান সরাসরি টেলিভিশনে এই টিকা গ্রহণ করেন। এবং তিনি তার ভেরিফাইড ফেইছবুক পেইজে বিষয়টি নিজে জানিয়েছেন।
তিনি বলেন, এ পর্যন্ত আমাদের চলমান সফল টিকা কর্মসূচির মধ্যে 254 হাজার স্বাস্থ্যকর্মী তাদের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ।
আমিও তাদের সাথে যোগ দিয়ে টিকা পেয়েছি । আশা করি আমরা শীঘ্রই আমাদের সকল নাগরিকদের টিকা দেয়ার লক্ষ্যে কাজ করছি । এর সাথে সৌভাগ্য কামনা করি ।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman