

সৌদি আরবের জাতীয় পতাকা থেকে তলোয়ারের ছবি তুলে ফেলার একটি প্রস্তাবে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। সৌদি লেখক ফাহদ আ’মের আল-আহমাদি টুইটারে এমন এক প্রস্তাব করার পর অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এর কঠোর সমালোচনা করেছে। খবর মিডল ইস্ট মনিটরের।
আল-আহমাদি বিশ্বা’স করেন যে, সৌদির বর্তমান নীতির সঙ্গে তলোয়ারের ছবি যায় না। এক টুইট পোস্টে আল-আহমাদি লিখেন, আমি আমাদের সৌদি পতাকা থেকে তলোয়ার সরিয়ে দেয়ার প্রস্তাব দিচ্ছি। নিজের এই প্রস্তাবের পক্ষে বেশ কয়েকটি যু’ক্তিও তুলে ধরেন।
এই সৌদি লেখক আল-আহমাদি বলেন, প্রথমত এটা বর্তমান সময়ের সঙ্গে যায় না। দ্বিতীয়ত এটা কুরআনের আয়াত ‘ধ’র্মের ব্যাপারে কোনও জো’র জবরদস্তি নেই’ তার সঙ্গে সাংঘর্ষিক। তৃতীয়ত আমাদের ধ’র্ম যে সহিং’সতা এবং হ’ত্যার বি’রুদ্ধে এমন দাবি পক্ষে এটা জো’রালো প্রমাণ হবে।
আল-আহমাদি আরও লিখেছেন, ইতোমধ্যেই ছয়বার সৌদি পতাকা পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুটি ভা’র্সনে তলোয়ারের ছবি ছিল না।
এদিকে আল-আহমাদি’র এমন প্রস্তাবের পর সমালোচকরা বলছেন, ওই তলোয়ার সহিং’সতার নয় বরং শক্তির প্রতীক। প্রিন্স সাত্তাম বিন খালিদ আল-সৌদি বলেছেন, তলোয়ার শক্তি এবং ন্যায়বিচারের প্রতীক এবং সৌদি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman