

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফীপত্নী সুমনা হক সুমির উপস্থিতি খুব একটা দেখা যায় না। তবে এবার তার একটি ছবি ঘিরেই আলোচনায় এসেছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সুমনা হক সুমি জুটি।
গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের ছবি পরিবর্তন করেন মাশরাফীপত্নী। সে ছবিতে ক’মেন্ট করেন মাশরাফী বিন মোর্ত্তজা। আর তা ছ’ড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সুমনা হক সুমি বিমানে বসেই ছবিটি তুলেছিলেন। ছবিতে তিনি মা’স্ক পরা ছিলেন। তাই অনেকে ধারণা করছেন ছবিটি সাম্প্রতিক সময়ের। সেটার মন্তব্যের ঘরে মাশরাফী লেখেন, ‘চোখ দেখেই তো জ”বা’ই হইছিলাম।’
মাশরাফীর ক’মেন্টের পর তার ভ’ক্ত ও কাছের মানুষরা তাতে বিভিন্ন ম’ন্তব্য করেছেন। অনেকে হাহা, কেয়ার ও লাভ রিয়্যাক্টও দিয়েছেন। মাশরাফী বিন মোর্ত্তজা এক হাতে সামলেছেন যতদিন নেতৃত্বে ছিলেন বাংলাদেশের ক্রিকেটের। নেতৃত্বটা ছেড়েছেন বেশি দিন হয়নি। ক্রিকেটকে বিদায় না বললেও অধিনায়কত্ব ছাড়ার পর আর খেলা হয়’নি কোনো ম্যাচ।
ক্রিকেটে না থাকলেও ব্যস্ত সময় কা’ট’ছে নড়াইলের মানুষদের নিয়ে। বিশে’ষ করে ক”রো’না’র এই সময়টায় সংসদীয় এলাকা নড়াইল-২ আসন নিয়ে বেশ ব্যস্ত, স্বচক্ষে তদারকি করতে গিয়ে নিজেও আ”ক্রা’ন্ত হয়েছেন ক”রো’না’য়। তবে বাকি সময়টা পরিবারকেই দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman