
মোঃ ইউসুফ নবী,নিজস্ব প্রতিবেদকঃ ককক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়াস্হ বড়বিলের বাসিন্দা মৃত আলীহাম্মদের ছেলে নজির আহাম্মদ(৪৩),( তার পৈতৃক নিবাস ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা গ্রামে)পেশায় একজন দিন মজুর।এক স্ত্রী, তিন কন্যা, অপ্রাপ্ত বয়স্ক দুই পুত্রসহ সাত সদস্যের পরিবারটিতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে।
তার সহায় সম্পত্তি আর ভিটামাটি বলতে কিছুই নেই।পুরো পরিবারটি থাকেন অন্য একজনের ভিটায় আশ্রিত হিসেবে।তার দিন মজুরির স্বল্প আয়ে কোন রকমে দিনে আনে দিনে খায় গোছের মানবেতর জীবন তাদের।অভাবের তাড়নায় বড় মেয়ে শাকিলাকে এক বাড়ীতে গৃহ পরিচারিকার কাজে দিয়েছেন।
অন্যরা মাবাবার সাথে থাকে।সুখেদুঃখে কোনমতে চলছিল দিনকাল। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস হঠাৎ এ নিরীহ মানুষটির জীবনে চলে আসে এক ঘোর অমানিষা। তাকে গ্রাস করতে থাকে এ দুরারোগ্য ব্যাধী। দীর্ঘ ৪/৫ বছর ধরে তিনি এক জটিল রোগে ভোগছেন: প্রথমে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের ডগা ফুলে গিয়ে পচন ধরে এবং ডাক্তারের পরামর্শে আঙ্গুলটির ডগা কেটে ফেলা হয়। এরও বছর দেড়েক পরে একই রোগ দেখা দেয় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি দীর্ঘ সময়।
স্হানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে তিনি নামমাত্র চিকিৎসা নিয়ে আসছিলেন কয়েক বছর ধরে।
একপর্যায়ে তার ডানপায়ের বৃদ্ধাঙ্গুলে এ রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে।বেশ কিছুদিন ধরে তার পায়ের অবস্হা খারাপ হতে থাকে;যন্ত্রণা তীব্রতর হওয়ায় তিনি ঠিকমত ঘুমাতেও পারছেন না,পা ফোলার পাশাপাশি শিরাগুলো অবশ হয়ে যাচ্ছে,এখন তিনি হাটাচলা করতে পারেন না।অবশেষে মানুষের সাহায্যকৃত কয়েক হাজার টাকায় তাকে ককক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়।তিন দিন বিশেষ পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শেষে গত ১০/০২/২০২১ ইংরেজি তাকে ছাড়পত্র দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য তাকে ঢাকাস্হ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়; বলা হয় তিনি দুরারোগ্য ব্যাধী ‘Burger’s Disease’ এ ভোগছেন।এ রোগে শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং মাংসপেশি বিকল হয়ে যাওয়াসহ আরো জটিলতা দেখা দিতে পারে বলে রিপোর্ট উল্লেখ করা হয়।অবশেষে ১৪/০২/২০২১ ইংরেজি তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এক বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন। পরীক্ষানিরীক্ষা শেষে ডাক্তার জানান তার পায়ের শিরাগুলো বিকল হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।তাকে বাঁচাতে হাঁটু ও কোমরে জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে।
এ জন্যে ১৫০০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দরকার।বর্তমানে তার অবস্হা গুরুতর এবং টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে।
একদিকে সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি যন্ত্রণায় শয্যাশায়ী অন্যদিকে দূরারোগ্য ব্যধীর ব্যয়বহুল চিকিৎসা এ নিয়ে পুরো পরিবারটি আজ দিশেহারা।অসুস্হ নজির আহাম্মদ দেশবিদেশে অবস্থানরত হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া এবং আর্থিক সাহায্যের বিনীত অনুরোধ জানিয়েছেন।রোগের কারণে হাঁটা চলায় অক্ষম হয়ে যাওয়া নিরীহ মানু্ষটির জীবন বাঁচাতে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ান।তাকে আর্থিক সাহায্যের জন্যে 01878384861(বিকাশ পার্সোনাল) নাম্বারে যোগাযোগ করুন।
নি:স্ব পরিবারটির একমাত্র বটবৃক্ষ নজির আহাম্মদ বাঁচলে বেঁচে যায় ৭ সদস্যের এক কুলহারা পরিবার!
আমরা কি পারি না তার প্রতি একটু সদয় হতে?
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman