রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( বিকাল ৫:১৮ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( বিকাল ৫:১৮ ) 

মানবজীবন বনাম বৃক্ষজীবন: জীবনের তরে গাছ নাকি গাছের তরে জীবন?

ইউসুফ নবী, নিজস্ব প্রতিবেদকঃ ককক্সবাজার জেলার ঈদগড়-ঈদগাঁও সড়ক এ জেলার ব্যস্ততম সড়কগুলোর একটি।এটি একটি আঁকাবাঁকা বনপাহাড়ী সড়ক।প্রতিদিন এ সড়ক দিয়ে ট্রাক,পিকাপ, সিএনজি চালিত অটোরিক্সা, টমটম,ভাড়ায় চালানো মটর সাইকেলসহ শতাধিক যানবাহান আর হাজারো মানুষের যাতায়াত।প্রায় ১০ কিলোমিটার পূর্ব-পশ্চিম সড়কটির বড় একটি অংশ ককক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের অন্তর্গত বাকি অংশটুকু রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আওতাভুক্ত । সড়কটির গা ঘেঁষে বিপরীত দিক থেকে (আঁকাবাঁকা অংশের কারণে) অনেকটা সড়কের উপরে মনে হয় এমন বেশ কয়েকটি দূর্ঘটনাপ্রবণ গর্জন গাছ রয়েছে।এ গাছগুলো এতটাই ঝুঁকিপূর্ণ যে প্রতিনিয়তই যানবাহান গুলোর চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি এ পর্যন্ত বেশ কিছু মানুষকে এসব গাছের সাথে গাড়ীর ধাক্কায় অত্যন্ত করুণভাবে জীবন দিতে হয়েছে।

আজ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে বাইশারীস্থ দক্ষিণ করলিয়ামুরার বাসিন্দা জাফর আলমের ছেলে বশির আহাম্মদ মোটরসাইকেল যোগে ঈদগাঁও যাওয়ার পথে সড়ক পাশের গাছে ধাক্কা লেগে প্রাণ হারান,বিগত ১০ অক্টোবর ২০২০ইংরেজি শনিবার ঈদগড় ইউনিয়নের খোন্দকার পাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আবুবকর ছিদ্দিকের জ্যেষ্ঠ পুত্র আকবর হোসেন(৪৬) ঈদগাঁও থেকে ঈদগড় ফেরার পথে রাত ৯ টার দিকে ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জ অফিসের পূর্ব পাশে জসীম উদ্দিনের নার্চারী সংলগ্ন সড়কের উপরস্থ একটি ঝুঁকিপূর্ণ গর্জন গাছের সাথে গাড়ীর ধাক্কায় মুখমণ্ডল ও মাথায় গুরুগতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই বিভৎসভাবে মৃত্যুবরণ করেন।

আকবর হোসেনের মৃত্যুর কয়েকদিন পরে ঈদগড় থেকে চিএনজি চালিত অটোরিক্সাযোগে ঈদগাঁও যাওয়ার পথে সামনের বাম সিটে বসা আমি(প্রতিবেদক) একটুর জন্যেই প্রাণে বেঁচে যাই!ঈদগড় থেকে ঈদগাঁও অভিমুখে যাত্রাপথে সড়কের বাম পার্শস্হ অনুরুপ একটি গাছের একেবারে নিকটে পূর্বপাশে আমাদের গাড়ীটি এবং বিপরীত দিকে গাছটি ঘেঁষে আসা একটি পিকাপ!সড়কের ঐ স্থানে বাঁক হওয়াতে দুই চালকই একে অপরকে দেখতে পাচ্ছিলেন না।এ দিকে আমাদের চালকের পক্ষে গাড়ী আরো বামে নেওয়া সম্ভব ছিল না কারন বামে বনপাহাড়; ব্রেক কষে নিয়ন্ত্রণ করাটাও অসম্ভব ছিল – কারন গাছটি গাড়ী ছুঁই ছুঁই;হুট করে আমাদের গাড়ী ঘেঁষে বিপরীত মুখী গাড়ীটি! কী ঘটতে যাচ্ছিল বলার অপেক্ষা রাখেনা!কিন্তু আল্লাহর রহমতে এ যাত্রায় বেঁচে গেলাম আমিসহ বেশ কয়েকজন!

তবে এ পথে আমাদের পরবর্তী যাত্রা কি আদৌ নিরাপদ? এমন ঘটনা আর ঘটবে না, কেউ সড়কস্হ গাছে গাড়ীর ধাক্কায় আর হতাহত হবে না এর নিশ্চয়তা কী?
এসব জীবন নাশা গাছে এভাবে বহু মানু্ষ হতাহতের ঘটনা বছরের পর বছর ঘটেই চলছে অনবরত!দীর্ঘ সময় ধরে ঈদগড়ের জনসাধারণ ঝুকিপূর্ণ এ সড়কগাছগুলো কেটে ফেলার দাবি জানিয়ে আসছেন।

জনসাধারণের দাবির প্রেক্ষিতে ককক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী ২০২০ সালের ১৭ ই অক্টোবর এসব ঝুঁকিপূর্ণ গাছ ও স্হান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিতকরণপূর্বক গাছগুলো কাটার জন্যে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।সর্বশেষ ককক্সবাজার সদর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল বিগত ২৯ অক্টোবর ২০২০ ইংরেজি তারিখে জননিরাপত্তার স্বার্থে সড়কপার্শ্বস্হ দূর্ঘটনাপ্রবণ গাছগুলো কেটে ফেলার ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানিয়ে ককক্সবাজার জেলা বন কর্মকর্তা(ককক্সবাজার উত্তর বনবিভাগ) বরাবর চিঠি প্রেরণ করেন।কিন্তু কার্যকরী কোন ব্যবস্হা নিতে অতি বিলম্ব হওয়াতে এ সড়কপথে চলাচলে দূর্ঘটনার আশংকা দিনদিন বেড়েই চলছে!

বশির থেকে আকবর এরপর কে?

সড়কস্হ গুটিকয়েক মানুষ খেকো গাছ কর্তন করে ঈদগড়-ঈদগাঁও সড়কে যানবাহান চালাচল নির্বিঘ্ন করে সড়কটি নিরাপদ করণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print