

রাজধানীর সবুজবাগ এলাকায় এক নারীকে (৩৫) চাকরি দেওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারী সনজিব কুমার দাস ও তার সহযোগী আনিকাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করেন। এই সময় তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আসামিরা বিচারকের কাছে জবানবন্দি দিতে অস্বীকার করায় বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২ মার্চ একই আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামিকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১ মার্চ রাতে মাদারটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ।
এই ঘটনায় সবুজবাগ থানায় সনজিবকে এক নম্বর আসামি করে আরও পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। ধর্ষণের শিকার ওই নারী মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১০ ফেব্রুয়ারি পূর্বপরিচিত সনজিবের সঙ্গে সাক্ষাৎ হলে কুশল বিনিময়ের সময় তিনি তার সন্ধানে ব্যাংকে ভালো চাকরি থাকার কথা জানান ভুক্তভোগীকে। পরে চাকরি দেওয়ার কথা বলে মাদারটেকের ওই বাসায় ডেকে নেন। এক পর্যায়ে সেখানে তাকে গণধর্ষণ করা হয়। সেখানে উপস্থিত নারী আনিকা এই কাজে সহায়তা করে। এই ঘটনা জানাজানি হলে সনজিব ওই নারীকে মেরে ফেলার হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman