

কক্সবাজারের হোটেলে হত্যার ঘটনায় চট্টগ্রামে রক্তাক্ত জামা পরা দেখে খুনি সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, চট্টগ্রামের কর্ণফুলি সেতুর তল্লাশি চৌকির পুলিশ বাস থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার মালিবাগের চৌধুরীপাড়ার আব্দুস সালামের ছেলে মো. বাবু ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল সুইট হোম রিসোর্টের ৩০২ নম্বর কক্ষ থেকে আব্দুল মালেক (২৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত বাবু ও নজরুল সোমবার একদিনের জন্য ওই হোটেলে কক্ষ ভাড়া নিয়েছিলেন।
ওসি মুনীর-উল-গীয়াস বলেন, সোমবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলি সেতুর চেকপোস্টের পুলিশ যানবাহনে তল্লাশি করছিল। কক্সবাজার শহর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় পুলিশ দুই ব্যক্তিকে রক্তাক্ত জামা পরা থাকা দেখতে পায়। এতে পুলিশের সন্দেহ জাগে।
“গ্রেপ্তারকৃত দুইজন কক্সবাজারে আবাসিক হোটেল কক্ষে খুনের ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কক্সবাজার আনা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, হোটেলের সিসিটিভির ভিডিওতে দেখা গেছে হোটেল কক্ষ ভাড়া নেওয়া বাবু ও নজরুল সোমবার রাত ১০টা ২২ মিনিটে হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman