

আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে করোনাভাইরাস শনাক্তের কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ শনিবার হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানান।
আগের ঘোষণা অনুযায়ী আজ শনিবার (১১ এপ্রিল) সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে কিট শনাক্তের কথা ছিল। কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে কিট উৎপাদন ব্যাহত হওয়ায় তা হস্তান্তর স্থগিত করা হয়েছে।
আজ ডা. জাফরুল্লাহ বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কিট উৎপাদনে সমস্যা হয়। তাই সরকারের কাছে কিট হস্তান্তরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। সমস্যা কেটে গেছে, আবার কিট তৈরির কাজ শুরু হয়েছে। আশা করছি, আগামী সাত দিনের মধ্য কিট তৈরি করে তা সরকারের কাছে হস্তান্তর করতে পারবো।
তাদের উৎপাদিত কিট দিয়ে মাত্র ১৫ মিনিটে করোনাভাইরাস শনাক্ত করা যাবে জানিয়ে প্রবীণ এ চিকিৎসক বলেন, সরকারের প্রতি অনুরোধ, কিট হস্তান্তরের পর পরই যেন তা করোনাভাইরাস শনাক্তে ব্যবহার করা হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘আমরা অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট ব্লট কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। শিগগিরই নতুন তারিখ জানানো হবে।’
এ বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী ওই দিন বলেন, ‘আজ শুক্রবার হঠাৎ করেই ইলেক্ট্রনিক ও যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এতে কিট উৎপাদনে ত্রুটি দেখা দেয়। ফলে আগামীকাল কিট হস্তান্তর সম্ভব হচ্ছে না। যান্ত্রিক ত্রুটি সারাতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সারা যায়।’
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman