

আইসিসির নিষেধাজ্ঞায় সব ধরনের ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে আগামী অক্টোবরেই শেষ হবে তার নিষেধাজ্ঞা। ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলা এই অলরাউন্ডার ২০২৩ বিশ্বকাপে খেলতে পারবেন নিশ্চিতভাবেই। ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া আসবে দল হিসেবে ভালো করার স্বপ্ন দেখছেন সাকিব নিজেও।
২০১৯ বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছে সাকিবের। ইংল্যান্ডের অনুষ্ঠিত আসরে বিশ্বকাপ ইতিহাসে সেরা পারফরম্যান্স দেখান এই তারকা। ৮ ম্যাচে ৬০৬ রানের পাশাপাশি বোলিংয়ে নেন ১২ উইকেট।
তবে দলের পারফরম্যান্স খুব বেশি ভালো হয়নি। বর্তমান যে দল আছে, এই দল নিয়ে অবশ্য পরবর্তী বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশাই করছেন সাকিব।
মঙ্গলবার ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন। এক ভক্তের প্রশ্নের জবাবে ২০২৩ বিশ্বকাপ প্রস্তুতি প্রসঙ্গে সাকিব বলেন, ‘খুব বেশি কিছু যে দরকার, তা নয়। আমার কাছে মনে হয় যা দরকার সেটা আছে। এখন যেই দলটা আছে সেখানে মোটামুটি সবই আছে। তবে ক্রিকেটারদের পরিচর্যা অনেক বেশি দরকার। প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। আমার মনে হয় আমরা খুব ভালো দল হয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে যেতে পারব।’
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman