

করোনাকে পুঁজি করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে সাইবার প্রতারকরা। এক বিবৃতিতে গুগল জানায়, প্রতিদিনই বিভিন্ন ব্যবহারকারীদের কাছে অন্তত ১৮ মিলিয়ন মেইল পাঠাচ্ছে স্ক্যামাররা। আর্থিক সহযোগিতার নামে অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে ফাঁদ পাতা এসব মেইল প্রতিদিনই ব্লক করে দেয়া হচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় এ সার্চ ইঞ্জিন জানায়, প্রতিদিনিই ১০০ মিলিয়নেরও অধিক ফিশিং মেইল তারা ব্লক করে আসছিলো। গত সপ্তাহ ধরে ব্যবহারকারীদের কাছে আসা ২০ শতাংশ মেইলই করোনা নিয়ে প্রতারণা সংক্রান্ত। বৈশ্বিক এ মহামারিতে এ ধরনের ভুয়া মেইল মানুষদের আরো বিপদে ফেলে দিচ্ছে, যা বর্তমানে সবচেয়ে বড় আলোচ্য বিষয়।
বলা হয়, অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ভুয়া তথ্যসমৃদ্ধ মেইল বিভিন্ন ব্যবহারকারীকে পাঠাচ্ছে প্রতারকরা। এক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা কিংবা নির্দিষ্ট ব্যাংক হিসেবে করোনারোগীদের নামে আর্থিক প্রতারণা করা হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেজে সরকার প্রদত্ত বিভিন্ন প্রণোদনাকে পুঁজি করতে চেষ্টা করে যাচ্ছে সাইবার অপরাধীরা।
এ ধরনের ভুয়া মেইল বন্ধ করার উপায়ও জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। তাদের দাবি, গুগলের লার্নি টুল অপশনে গিয়ে এ ধরনের মেইল বন্ধ করার সুযোগ আছে। এভাবে ৯৯.৯ শতাংশ মেইল ব্লক করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman