

আরমান বারী: বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ এ অঞ্চলের অনেক দেশে নতুন এসব প্রযুক্তিসেবা দিচ্ছে আইসিটি সরবরাহকারী প্রতিষ্ঠানটি।
ভিডিও কনফারেন্স সিস্টেম, ওয়্যারলেস নেটওয়ার্ক ও স্মার্টফোন সেবার ব্যবস্থা করা হয়েছে।
হুয়াওয়ের টেলিমেডিসিনসেবা এমনভাবে গড়ে তোলা হয়েছে, যেটি করোনা মোকাবেলায় সরাসরি ভিডিও প্রদর্শন; দূর থেকে রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ ও সমন্বয়সাধনে প্রত্যক্ষ অবদান রাখছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুয়াওয়ের ভিডিও কনফারেন্স সিস্টেম উপহার হিসেবে গ্রহণ করছে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। যোগাযোগ সমস্যার সমাধান হওয়ায় তারা দূর থেকেই দক্ষ হাতে সমন্বয়সাধন করতে পারছে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে হুয়াওয়ে ক্লাউড ইআই-হেলথ দিচ্ছে, যার মধ্যে ভাইরাল জিনোম শনাক্তকরণ, সিলিকো স্ক্রিনিংয়ে এন্টিভাইরাল ওষুধ এবং এআই নির্ভর সিটি স্ক্রিনিং সেবাও অন্তর্ভুক্ত।
থাইল্যান্ডে বিভিন্ন হাসপাতাল ও রোগ নিয়ন্ত্রণ বিভাগে হুয়াওয়ের টেলিমেডিসিন ভিডিও কনফারেন্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
ফিলিপিন্সের বাগুইয়ো জেনারেল হাসপাতাল ও মেডিকেল সেন্টারে হুয়াওয়ের এআই নির্ভর সিটি স্ক্রিনিং বসানো হয়েছে, যেটি করোনা শনাক্তে চিকিৎসকদেরকে সহায়তা করছে।
সিঙ্গাপুরে ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোর জন্য একটি প্রাত্যহিক স্বাস্থ্য পরীক্ষা প্লাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে হুয়াওয়ে ক্লাউড সেবা গ্রহণ করছে ‘সেভেন-নেটওয়ার্ক’।
শিক্ষাক্ষেত্রে স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন শিক্ষাসেবা দেওয়ার জন্য অংশীদারদের সঙ্গে কাজ করছে হুয়াওয়ে ক্লাউড। ইন্দোনেশিয়ার ইউলার্নিং হুয়াওয়ে ক্লাউডের সাহায্যে অনলাইন শিক্ষা সমাধান চালুতে কাজ করেছিল, পরবর্তীতে যেটা জাকার্তার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটিতে প্রয়োগ করা হয়েছে।
‘ট্রেইন দ্য ট্রেইনার’ কর্মসূচির মাধ্যমে এপ্রিল মাস থেকে আগামী ডিসেম্বর নাগাদ প্রায় ৫০,০০০ শিক্ষার্থী প্রশিক্ষিত হবে। এছাড়া দেড় হাজারেরও বেশি সংখ্যক শিক্ষককে এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman