

সিডিএন ডেস্ক: শোবিজ অঙনের সবচেয়ে আ’লোচিত নাম রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে গত কয়েক মাস। দুজনের প্রে’ম অ’তঃপর তাহসানের সাথে ঘর বাঁ’ধার পর দারুণ এক রসায়ন। হুট করে সেই ঘর ভেঙে যাওয়া। নতুন করে মিথিলার স্বপ্ন সাজানো। এসব নিয়ে নিয়মিতই খবরের শিরোনাম হয়েছে।আজ যখন সারা বিশ্ব কাঁপছে করো’নায়। যখন পাড়া মহল্লায় চলছে করো’না প্রতিরোধের মাইকিং। কিংবা সামাজিক দূরত্ব মেনে প্রা’ণঘাতী ভাই’রাসের কবল থেকে বাঁ’চার নানাবিধ নির্দেশনা।
তখনই আবার আলোচনার টেবিলে মিথিলা।এবার মিথিলাকে নিয়ে নয়া গুঞ্জন। করো’নার কারণে নাকি সৃজিতের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, কলকাতায় সৃজিত কোথায় কোথায় যাচ্ছেন, কী’’’ করছেন, এসব নিয়েও স’ন্দেহ তৈরি হচ্ছে।এ নিয়ে কয়েক দফা কথা কা’টাকাটিও নাকি হয়েছে দুজনের। তাতেই আবার জল্পনা কল্পনা। তবে কী’’’ ৬ মাস পার না হতেই ভিন্ন সুর।এ দিকে মিথিলাকেও কেন জানি উদাসীনই মনে হচ্ছে। দুই দিনের মধ্যে নিজের ইনস্টাগ্রামে তিনটা স্ট্যাটাস দেন তিনি।
যার মধ্যে ফুটে উঠেছে কিছু ব্যতিক্রমী ইঙ্গিতও। সবমিলে এই জুটি নিয়ে শোবিজ পাড়া আবারও উত্তপ্ত।বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অ’ভিনেত্রী এবং মডেল মিথিলা। কর্মজীবন শুরু করেন একজন পেশাদার উন্নয়নকর্মী হিসাবে।শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসাবে যোগদান করেন। এরপর তিনি আ’মেরিকায় গিয়ে মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিসট্রিক্টে কাজ করেন।এক বছর সেখানে থাকার পর তিনি বাংলাদেশে ফিরে এসে স্কলাস্টিকায় হাই স্কুলে কাজ শুরু করেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কর্ম’রত ছিলেন।
অ’ভিনয়েও সমানভাবে কুড়িয়েছেন সুনাম।২০০৬ সালের দিকে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম। ২০১৩ সালে এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যাসন্তান আই’রা।কিন্তু হঠাৎ গণ্ডগোল। এক নিমেষের ঝড়ে সব স্বপ্ন ভেঙে ছারখার। ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভা’রতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।এ দিকে তাহসানও তার নিজের মতো করে সময় কা’টাচ্ছেন। নতুন করে ভাবছেন! এরিমাঝে অবশ্য তাহসানকে অনেকটাই ভুলে গেছেন মিথিলা। তাকে নিয়ে কোনো রকম মন্তব্যও করেন না তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman