রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( বিকাল ৫:১৮ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( বিকাল ৫:১৮ ) 
Ctgdailynews

সিলেটগামী ট্রেনের ৩৫ যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না

আকবার আলি (সিডিএন): রেলের কর্মচারীদের একটি ট্রেন লকডাউনের মধ্যেই অবৈধভাবে যাত্রী নিয়ে সিলেট স্টেশনে আসে শনিবার (১৮ এপ্রিল)। কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য রেলওয়ের বিভাগের অনুমতি নিয়ে ঢাকা থেকে ২০ জন স্টাফ নিয়ে ট্রেনটি আসে- স্টেশন ম্যানেজারের দাবি। তবে প্রশাসন বলছে, ওই ট্রেনে আসা ৫৫ জন যাত্রীর মধ্যে ৩৫ জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন।

ঢাকা থেকে দুটি বগি নিয়ে গত শনিবার বিকেল ৫টার দিকে একটি ট্রেন সিলেট স্টেশনে আসে। সিলেট স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন- “কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য রেলওয়ে বিভাগের অনুমতি নিয়ে ঢাকা থেকে ২০ জন স্টাফ নিয়ে ট্রেনটি সিলেট আসে। কিন্তু জেলা প্রশাসকের কাছে খবর আসে বিভিন্ন স্টেশন থেকে যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট আসে। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম সেখানে পাঠান। টিমের কাছে স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ে ৫৫ জন যাত্রী স্টেশনে আসে। বাকিরা কোথা থেকে এলেন তার কোনো সদুত্তোর দিতে পারেননি সিলেট স্টেশনের ম্যানেজার”।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, অতিরিক্ত যাত্রী বলতে এখানে যাত্রী কেউ ছিলো না। সবাই স্টাফ ছিলো এবং সবাই বেতনের কালেকশনে ট্রেনে উঠছে এবং নামছে।

লকডাউন চলাকালীন সময়ে ট্রেন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে ৫৫ যাত্রী নিয়ে ঢাকা থেকে ট্রেন সিলেটে আসায় রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমানসহ রেলওয়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন সিলেট জেলা প্রশাসক।

সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ে আমি চিঠি দিয়েছি, যারা বলেছে ৮ জনের বেশি লোক আসে নাই কিন্তু আমরা পেয়েছি ৫৫ জন। এ কাজে সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রেলমন্ত্রী জানান, এ ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ইতোমধ্যে এ বিষয়ে ডিজির সঙ্গে কথা বলেছি এবং যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৪ মার্চ থেকে অন্যান্য যানবাহনের মতো সারাদেশে ট্রেন যোগাযোগও বন্ধ রাখা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print