

ডেস্ক রিপোর্ট : করোনায় নগদ আড়াই হাজার টাকা সরকারী সহায়তার তালিকায় একই মোবাইল নম্বর একাধিকবার দেয়ায় ৮ লাখ নম্বর বাতিল করা হচ্ছে।
করোনায় খাদ্য সংকট মোকাবেলা মার্চ মাসের ২৪ তারিখ থেকে সরকার দেশব্যাপী ত্রাণ কার্যক্রম শুরু করে। প্রথমে বিনামূল্যে খাদ্য সহায়তা দিলেও এ মাসের ১৪ তারিখে দেশে প্রথমবারের মতো ৫০ লাখ দরিদ্র পরিবারকে সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৫শ টাকা করে অর্থ সহায়তা দিতে শুরু করে সরকার।
কিন্তু নগদ অর্থ সহায়তা দেয়ার প্রথম দিন থেকেই গণমাধ্যমে খবর আসতে থাকে যে, একাধিক নামে ব্যবহার হচ্ছে একই মোবাইল নাম্বার। ফলে যাদের জন্য অর্থ বরাদ্দ হয়েছে তারা তা পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর অভিযোগের আঙ্গুল ওঠেছে তৃণমূলের জন প্রতিনিধিদের ওপর।
ত্রাণ প্রতিমন্ত্রী জানান, একই নাম্বার একাধিকার ব্যবহারের বিষয়টি সরকারের নজরে এসেছে। ইতিমধ্যে ৮ লক্ষ মোবাইল নম্বর শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৬ শতাংশ নাম্বারে গড়মিল রয়েছে। কিন্তু বাকি তালিকা ঠিক আছে।
তিনি আরো জানান, সফটওয়্যারের নিয়ম অনুযায়ী একটি মোবাইল নাম্বার দিতে হয়। ফলে একই নাম্বার একাধিকবার ব্যবহার করলেই ডুপ্লিকেটগুলো সফটওয়্যারে দেখা যাবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিধায় একটি নাম্বারে টাকা একবারই যাবে। একাধিক নাম্বার দেয়া হলেও একাধিক নাম্বারে অথবা একই নাম্বারে একাধিকবার টাকা যাবে না।
চলতি তালিকা সংশোধন করে ঈদের আগে আরো ৮ লাখ পারিবারের কাছে নগদ সহায়তা পৌঁছে যাবে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman