

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন ঘোষণা সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছেন।
সোমবার (৮ জুন) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
অধিক সংক্রমিত এলাকাকে বিশেষ নিয়ন্ত্রণে নিতে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে বলেছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি পালনসহ সীমিত সংখ্যক মন্ত্রিসভার সদস্য বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা তুলে দেয়া সংক্রান্ত সংশোধিত আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যমান আইন অনুযায়ী গভর্নরের মেয়াদ ৫ বছর এবং তাকে পুনঃনিযোগ দেয়া যায় না। আর ৬৫ বছর বয়সের কেউ গভর্নর থাকতে পারেন না। মন্ত্রিপরিষদ বয়সসীমা ৬৭ করার পক্ষে মত দিয়েছে। মূলত বর্তমান গভর্নর ফজলে কবীরকে পরিবর্তন না করে তাকে রেখে দিতেই এই আইনটি সংশোধন করা হচ্ছে।
এছাড়াও, ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে। প্রতি বছর ২৭শে ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক মাস পর সীমিত পরিসরে সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলো।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman