

স্পোর্টস ডেস্ক : লাদাখে ভারত-চীন সংঘাতের পর চীনের পণ্য বয়কট করার দাবি উঠেছে ভারতের বিভিন্ন মহল থেকে। ইতিমধ্যে রেলে চীনা সংস্থার টেন্ডার বাতিল করা হয়েছে। ভারতের টেলিকম বিভাগকে বলা হয়েছে চীনা কোম্পানির সাহায্য় না নিতে। কিন্তু এই পরিস্থিতিতে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন, চীনের স্পনসর ছাড়া আইপিএল হওয়া সম্ভব নয়।
জানা গেছে, আইপিএলের অন্যতম স্পনসর চীনের মোবাইল কোম্পানি ভিভো। নিয়ম অনুযায়ী, প্রতি বছর আইপিএল এর জন্য ৪৪০ কোটি টাকার বিজ্ঞাপণ দেয় চীনের ভিভো। ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই তাদের সঙ্গে চুক্তিবদ্ধ। যা এই মুহূর্তে বাতিল করা সম্ভব নয়।
অন্যদিকে চীনের কোম্পানি থেকে সাহায্য নিলে তা চীনের জন্য যতটা লাভের, তার চেয়ে ভারতের লাভ অনেক বেশি।
ভিভো ভারতে মোবাইল বিক্রির জন্য আইপিএলের বিজ্ঞাপনে টাকা ঢালছে। এই বিজ্ঞাপণের টাকা থেকে ভারত সরকারকে কর দিচ্ছে বিসিসিআই । এছাড়া ওই মোবাইল কোম্পানি ভারতে মোবাইল বিক্রি করেও ট্যাক্স দিচ্ছে। ফলে শেষ পর্যন্ত ভারতই লাভবান হচ্ছে।
বস্তুত, টেলিকম সেক্টরে ভারতের বাজারের বড় অংশ এখন চীনের দখলে। রাতারাতি চীনের পণ্য বয়কট করা হলে টেলিকম সেক্টরে ধস নেমে আসবে। তাই আবেগতাড়িত হয়ে চীনের পণ্য বয়কট করার মতো অবস্থায় নেই ভারত। তাই এ ক্ষেত্রে বাস্তবতা ও যুক্তি দিয়ে সিদ্ধান্ত গ্রহণের পক্ষে বিসিসিআই।
বিশেষজ্ঞদের মতে, মুক্ত বাজার অর্থনীতিতে কোনও দেশকে এভাবে বয়কট করা যায় না। ফলে মুখে যে যাই বলুক, সার্বিকভাবে চীনের পণ্য বয়কট করা সম্ভব নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার সরাসরি বয়কটের ডাক দিচ্ছে না। কারণ তারা জানে, এটা সম্ভব নয়। কিন্তু, এই মুহূর্তে ভারতের ভিতর চীন বিরোধী ভাবাবেগ খুবই শক্তিশালী। এই ভাবাবেগকেও শাসক দল ব্যবহার করতে চায়। তাই বিভিন্ন মন্ত্রী এবং দলীয় কর্মীরা ব্যক্তিগত ভাবে চীনা জিনিস বয়কটের ডাক দিচ্ছেন।
উল্লেখ্য, এর আগে আরেকটি চীনা মোবাইল সংস্থা ওপপো ভারতীয় ক্রিকেট দলের জার্সির স্পনসর ছিল। গত সেপ্টেম্বর মাসে সেই চুক্তি শেষ হয়েছে। এখন ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর দক্ষিণ ভারতের একটি শিক্ষা সংস্থা।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman