

বিজ্ঞান- প্রযুক্তি ডেস্ক : গুগলের জনপ্রিয় ব্রাউজার ক্রোমের এক্সটেনশনে ব্যবহারকারীরা বড় ধরনের নজরদারীর শিকার হচ্ছেন বলে দাবি করেছে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ‘অ্যাওয়াক সিকিউরিটি’। তারা বলছে, ক্রোম এক্সটেনশন যারা ব্যবহার করছেন তাদেরকে নজরদারী করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির দাবি, তারা ১১১টি ম্যালিসিয়াস বা ফেক ক্রোম এক্সটেনশন পেয়েছে যেগুলো ব্যবহারকারীর ডিভাইস থেকে স্ক্রিনশট, লগইন তথ্য চুরি, টাইপ করা পাসওয়ার্ড নিয়ে নিতে সক্ষম। প্রায় প্রতিটি নেটওয়ার্কেই এমন অস্বাভাবিক এবং উদ্বেগজনক কর্মকাণ্ড দেখা গেছে।
বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি সংস্থাসহ আরো অনেক খাতে এমন নজরদারি চালিয়ে তথ্য চুরি করে নিচ্ছে বলে মন্তব্য করেছে অ্যাওয়াক সিকিউরিটি গবেষকরা। তাদের মতে, যেসব এক্সটেনশন ব্যবহার করা হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করছে ইসরায়েলের ২ লাখ ৫০ হাজার ডোমেইন থেকে।
গুগলের মুখপাত্র স্কট ওয়েস্টওভার এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যাওয়াক সিকিউরিটির গবেষকরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এনেছেন। যা গুগলকে ভালো কাজ করতে সহায়তা করবে। এরই মধ্যে অ্যাওয়াক সিকিউরিটির দেওয়া ম্যালিসিয়াসগুলো গুগল প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman