

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লিল ভাষায় কটূক্তি করার অপরাধে বিএনপি সমর্থক মনসুর(২৯)নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
গতকাল রবিবার(৫ জুলাই) রাতে ফটিকছড়ি থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ ও এসআই মোঃ আরিফুল আলম অপু ওই যুবককে নাজিরহাট বাজার থেকে আটক করে।
আটক যুবক মনসুর নাজিরহাট পৌরসভা এলাকার দৌলতপুর আব্দুর রশীদ সওদাগর বাড়ির মৃত নূর আহাম্মদের পুত্র।
আটকের পর জিজ্ঞাসাবাদে তার স্বিকারোক্তি মতে তার বসতঘর থেকে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফটিকছড়ি থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন-আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman