

অনলাইন ডেস্ক : বর্জ্যবাহী ট্রাকের সামনে উল্টো করে মালয়েশিয়ার পতাকা টানানোয় এর চালক ও চার বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল সোমবার মালয়েশিয়ার পতাকা অবমাননার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টার।
মালয়েশিয়ার গমবাক পুলিশ প্রধান এসিপি আরিফাই তারাউই জানান,তাদের কাছে এ ঘটনায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তি অভিযোগ করেছিলেন। রাওয়াংয়ের বান্দার কান্ট্রি হোমসের একটি মসজিদের সামনে ঘটনাটি দেখার পর অভিযোগকারী ট্রাকটিকে থামান এবং চালককে তিরস্কার করেন। তিনি পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
আরিফাই তারাউই বলেন, ‘এ ঘটনায় ওই ব্যক্তি পাঁচজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পরে ৪৮ বছর বয়সী ট্রাকচালক ও ৩০ থেকে ৪৩ বছর বয়সী চার বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়। ওই ট্রাকচালক ও বাংলাদেশি শ্রমিকেরা স্থানীয় একটি কারখানায় কাজ করেন।’
তিনি জানিয়েছেন, আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman