

নিজস্ব প্রতিবেদক : এক যুবকের ছুরিকাঘাতে পরিদর্শকসহ (তদন্ত) দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী যুবককে আটক করেছে পুলিশ।
আটকৃত ওই যুবকের নাম মোবাশ্বের (৩০)। তিনি শহরের পৌর এলাকার উত্তর মৌড়াইলের বাসিন্দা বলে জানা গেছে। ওই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান এই তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে সদর মডেল থানার ভেতরে ঢুকে ওই যুবক পায়চারি করতে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে পায়চারির কারণ জিজ্ঞেস করে। এ সময় সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা করার চেষ্টা করে ওই যুবক। ওই যুবক পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যান৷ এ সময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা চালান।
আরো জানা জানান, তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (চালক) সাধন আহত হন। পরে থানার সামনে থেকে যুবকটিকে অনেক চেষ্টার পর আটক করে হাজতে নেয়া হয়।
এ বিষয়ে থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। থানার সামনে থেকে যুবকটিকে আটক করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন সে এমন করলো। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।’
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman