

নিজস্ব প্রতিবেদক : আ’টকের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে। সোমবার রাতে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নুরকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মৎস ভবন এলাকায় পুলিশের সঙ্গে পা’ল্টাপা’ল্টি-ধা’ওয়ার পর নুরসহ কয়েকজনকে আট’ক করা হয়।
প্রসঙ্গত, নুরুসহ ছয়জনের বি’রু’দ্ধে ধ’ র্ষ ‘ণের একটি মা’মলা হয়। এর প্র’তিবাদে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি’ক্ষো’ভ সমাবেশ করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের বি’ক্ষো’ভ মিছিলটি মৎস ভবন এলাকায় গেলে পুলিশের সঙ্গে সং’ঘ’র্ষ হয়। সেখান থেকে নুরসহ কয়েকজনকে আ’টক করা হয়।
ধ ‘র্ষ ‘ণের ওই মা’মলার আ’সামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নূর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুন ও নূরের বি’রু’দ্ধে ধ ‘র্ষ ‘ণে সহায়তার অ’ভিযোগ আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman