

আন্তর্জাতিক ডেস্ক : ক’রো’নাভা’ইরা’সের বি’স্তার ঠে’কাতে ও বর্তমানে ক’রো’না আ’ক্রা’ন্তে’র সংখ্যা বেড়ে যাওয়ায় বিদেশি নতুন ও পুরাতন সব শিক্ষার্থীর এ বছরের জন্য দেশটিতে প্রবেশে স্থগিত করেছে মালয়েশিয়া সরকার।
স্থানীয় সময় রোববার (০৪ অক্টোবর) দেশটির অ’ভিবা’সন বিভাগের মহাপরিচালক দা’তুক সেরি খাইরুল যাইমি দাউদ সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি জানান, চলতি মাসে সেসব শিক্ষার্থীর প্রবেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আবেদনপূর্বক শারীরিক নিবন্ধনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল সেগুলোও আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলেও তিনি জানান।
এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়েছেন ২৯৩ জন। যাদের মধ্যে ১২৬ জন সাবাহ প্রদেশের, কেদাহ রাজ্যের ১১৩ জন।
অন্যদিকে সেলাঙ্গরে ৩১ জন, জোহর বারুতে ৮ জন, লাবুয়ানে ৫ জন, কুয়ালালামপুরে ৩ জন, পেরাকে ২ জন, নেগারি সেম্বিলানে ২ জন ও ১ জন করে পেনাং, ক্লান্তান ও সারওয়াকে আ”ক্রা’ন্তের খবর পাওয়া গেছে।
সব মিলিয়ে আ’ক্রা”ন্তে’র সংখ্যা এখন ১২ হাজার ৩৮১ জন এবং দেশটিতে এ পর্যন্ত ক’রো’না’য় মা’রা গেছেন ১৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০ হাজার ২৮৩ জন।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman