

আন্তর্জাতিক ডেস্ক : যে সমস্ত বিদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় পড়াশোনা করেন এবং তারা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রনালয় থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পেয়েছিলেন তারা আগামী ৮ অক্টোবরের মধ্যে প্রবেশ করতে পারবেন। যারা ইতিমধ্যে বিমান টিকিট কনফার্ম করেছেন তারাও এই সময়ের মধ্যেই দেশটিতে প্রবেশ করতে পারবেন।
বুধবার (৭ নভেম্বর) দেশটির ইমিগ্রেশন এর ভিসা ও পারমিট বিভাগের পরিচালক ডঃ মুহাম্মদ সায়াহমি জাফর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর- দেশটির জাতীয় অনলাইন পোর্টাল দ্যা স্টার অনলাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা দেশটির শিক্ষা মন্ত্রনালয় ও ইমিগ্রেশন বিভাগে আবেদন করে প্রবেশে অনুমোদন পেয়েছেন শুধু তাদের জন্য প্রযোজ্য হবে। ৮ই অক্টোবরের পরে যারা প্রবেশ করবেন তাদের বিষয়ে ‘নট টু ল্যান্ড’ পদক্ষেপ নেওয়া হবে।
গত সপ্তাহে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতোক সেরী খাইরুল দাযামি দাউদ এক বিবৃতিতে বলেছিলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উচ্চ শিক্ষা গ্রহণার্থী বিদেশীদের ভবিষ্যৎ বিবেচনায় এই অনুমতি দেওয়া হয়েছে। তবে দেশটিতে প্রবেশের জন্য শিক্ষার্থীরা নতুন করে আবেদনের মাধ্যমে ৮ অক্টোবরের পরে অথবা আগে প্রবেশ করতে পারবেন কি না সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা না দিয়ে সংশ্লিষ্ট ইমিগ্রেশন ও দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, দেশটিতে ক’রো’নার দ্বিতীয় ঢেউ এর সং’ক্র’মন চলছে। গত ২৪ ঘন্টায় ৪৮৯ জন নতুন করে আ’ক্রা’ন্ত হয়েছেন। এর আগের দিন ছিল নতুন আ’ক্রা’ন্ত ৬৯১ জন। মোট আ’ক্রা’ন্ত ১৩ হাজার ৯৯৩, সুস্থ হয়ে গেছেন ১০ হাজার ৫০১ এবং কো’ভি’ড-১৯ আ’ক্রা’ন্ত’ হয়ে মা’রা গেছেন ১৪১ জন। এর মধ্যে কোনো বাংলাদেশি ক’রো’নায় মা’রা যাওয়ার খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman