

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রত্যেকটা সাধারণ মানুষের জীবন বিপদগ্রস্ত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘মাফিয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বঙ্গবন্ধুকন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি সব সময় প্রশংসা করি। কিন্তু উনিও হয়তো মাফিয়াদের থেকে রেহাই পাবেন না, যদি না তিনি এখনই এই মাফিয়াদের বিরুদ্ধে কোনো কিছু না করেন।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, ‘সব জায়গায় অনাচার শুরু হয়েছে। এই মাফিয়া ছড়াতে ছড়াতে একদিন নিজের ঘরে আগুন দেবে।’
তিনি বলেন, ‘মান্নার ওপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে। প্রধানমন্ত্রীর তো অনেক গোয়েন্দা বাহিনী আছে, তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে বলেছে। গোয়েন্দা বাহিনী প্রধানমন্ত্রী যেটা শুনতে চান, তারা সেটা শোনায়। তবে আমি বলব, এই গোয়েন্দা বাহিনী তার বিপদ ডেকে আনবে।’
শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বয়সের গড় আয়ু অতিক্রম করেছেন মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা চাই তিনি সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন। তবে তিনি যদি মানসিকভাবে সুস্থ থাকতেন, তাহলে মান্নাকে একটি ফোন দিয়ে বলতেন যে, আমি দুঃখিত। আমি জানি না, তারা তোমার সঙ্গে কী কাজ করেছে। অথবা তিনি বলতেন, বিষয়টা আমি দেখছি। অথবা আজ সকালের মধ্যেই তাদের গ্রেপ্তার করে জেলে ঢুকাতেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘শুধু তাহাজ্জত নামাজ পড়লেই হবে না। দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আপনার পিতার একটু গুণ অর্জন করুন। খোদা আপনাকে হেদায়েত দান করুক।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman