

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনী ছয় পণ্যের কোনো ঘাটতি হবে না বলে মন্ত্রিসভাকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পণ্যগুলো হচ্ছে ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর ও পেঁয়াজ। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এমন আশ^াস দিয়েছে। ১৩ বা ১৪ এপ্রিল সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভায় একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু সামনে রমজান, কতগুলো আইটেম রমজানের সময় জরুরি প্রয়োজন হয়-
ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর ও পেঁয়াজ। এগুলো নিয়ে আজকে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রিপরিষদকে আশ্বস্ত করেছে, আমাদের যে পরিমাণ চাহিদা, সেই তুলনায় মজুদ কমফোর্টেবল (পর্যাপ্ত) আছে। তিনি বলেন, টিসিবি যেটা আমদানি করছে, সেটা রোজার অনেক আগেই দেশে চলে আসবে। যে ছয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্য রোজার সময় বিশেষ প্রয়োজন, সেগুলো নিয়ে অসুবিধা হবে না। এবার একটু কমফোর্টেবল অবস্থায় আছি।
পণ্যের দাম বাড়বে কিনা প্রশ্ন করলে আনোয়ারুল ইসলাম বলেন, দাম বাড়ার বিষয়টি অনেকটা মার্কেটের ওপর নির্ভর করে। আশা করা যাচ্ছে সাপ্লাইয়ের কোনো ঘাটতি হবে না। সাপ্লাই বেশি হলে দাম এমনিতেই কন্ট্রোলে থাকবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরবর্তী সময়ে আপনাদের বিস্তারিত ব্রিফ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman