রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( বিকাল ৫:১৪ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( বিকাল ৫:১৪ ) 

টেন্ডুলকার ডাবল সেঞ্চুরিকে মনে করিয়ে করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের ডাক লারার

২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ২৪১ রান করেছিলেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তার ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ঐ ইনিংসটিই সেরা বলে মন্তব্য করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। আর ঐ ইনিংসকে উদাহরণ হিসেবে সামনে রেখে করোনাভাইরাসের বিরুেেদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন লারা।


শনিবার ইনস্টাগ্রামে লারা লিখেছেন, ‘ভাবা যায়, ১৬ বছর বয়স থেকে শুরু করে পরের ২৪ বছর ধরে একটা ছেলে টেস্ট ক্রিকেট খেলেছে? অবিশ্বাস্য লাগে ভাবলে। টেস্ট জীবনে অনেক দুরন্ত ইনিংস খেলেছে টেন্ডুলকার। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে তার অপরাজিত ২৪১ রানের ইনিংস ভোলা যাবে না। ওমন মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলা আমি আর কোনও ইনিংসে দেখিনি।’


টেন্ডুলকারের সেই ইনিংসকে উদাহরণ হিসেবে সামনে রেখে করোনাভাইরাসের বিরুেেদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন লারা। তিনি বলেন, ‘টেন্ডুলকার শুধু অতীতের নয়, এখনকার ক্রিকেটের নিরিখেও বিশ্বের অন্যতম সেরা। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অপরাজিত ২৪১ রানের ইনিংস দেখে আমরা শিখতে পারি জীবনের লড়াইয়ে কতটা শৃঙ্খলাপরায়ণ হওয়া উচিত।’


২০০৪ সালের ঐ সফরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলতে নেমেছিলো ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ঐ সময় ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

টেন্ডুলকারের ২৪১ ও ভিভিএস লক্ষণের ১৭৮ রানে ৭ উইকেটে ৭০৫ রান করেছিলো ভারত। ৪৩৬ বল ও ৬১৩ মিনিট ক্রিজে থেকে ৩৩টি চারে নিজের অসাধারন ইনিংসটি সাজান টেন্ডুলকার। দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৬০ রান করেছিলেন টেন্ডুলকার। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। আর সিরিজ ১-১ সমতায় শেষ করে ভারত। ডাবল-সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছিলেন টেন্ডুলকার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print