

করোনাভাইরাসের আতঙ্কে এবার বন্ধ করে দেয়া হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন গেমস পাবজি। এক ঘোষণায় এ কথা জানিয়েছে টেনসেন্ট গেমস।
ঘোষণা অনুযায়ী ৪ এপ্রিল রাত ১২টা থেকে আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে পাবজির সার্ভার। এই সময়ের মধ্যে বিশ্বের কেনো দেশেই গেমসটি আর ব্যবহার করা যাবে না।
পাবজির পাশাপাশি অন্যান্য গেমসও বন্ধ করে দেয়া হয়েছে। যদিও সেগুলো মাত্র ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয়। অর্থাৎ আজ রাত ১২টা থেকে পাবজি ছাড়া অন্যান্য মোবাইল গেমসের সার্ভার খুলে দেয়া হবে।
মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ২০৮টি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৫ হাজার ৮০০ এর বেশি মানুষ। মোট আক্রান্ত হয়েছেন ১২ লাখ ১৮ হাজার। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৭০০ এর অধিক।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, ইরান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ আরো অনেক দেশ। বিশ্বের অধিকাংশ দেশই নিজেদের লকডাউন করে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman
সম্পাদক ও প্রকাশকঃ জে. এম. তারেক হোসেন। বার্তা ও সম্পাদকীয় বিভাগঃ সিটিজি ডেইলি নিউজ, ই-মেইলঃ admin@ctgdailynews.com বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগঃ contact@ctgdailynews.com, ctgdailynewsbd@gmail.com
all rights reserved by সিটিজি ডেইলি নিউজ © 2020 Developed by Shahe Arman