রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ৮:২৬ ) 

ব্রেকিং নিউজঃ
বিসিএস পরীক্ষা বন্ধ রাখতে বলল স্বাস্থ্য অধিদপ্তরব্ল্যাকমেইল ও প্রতারণা করে কোটি টাকার মালিক তিনি!মওদুদ আহমদের মৃতদেহ আসবে বৃহস্পতিবারব্যারিস্টার মওদুদ আহমদ আর নেইরোজায় ছয় পণ্যের ঘাটতি হবে না১০ দিন আগে ট্রেনের টিকিট কেনা বন্ধ হচ্ছেফটিকছড়িতে তোতা হত্যা মামলার ৯ আসামির মৃত্যুদণ্ডইউপি সদস্যকে গুলি করে হত্যা, ছেলে গুলিবিদ্ধদুদকের চিঠি ইমিগ্রেশনে পৌঁছানোর ১৩ মিনিট আগেই দেশত্যাগ করেন পি কে হালদার৭ মার্চের ভাষণই স্বাধীনতার প্রকৃত ঘোষণা: প্রধানমন্ত্রী৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিলবাংলা ব্রাউজার ‘দুরন্ত’র যাত্রা শুরুআরও টিকা কেনা হবে, প্রধানমন্ত্রীজনগণ ভোট দেবে না জেনেই বিএনপি সরে দাঁড়িয়েছে: ওবায়দুল কাদেরচেক জাল করে ৩৬ লাখ টাকা লুটপাট!
রবিবার • ২৩শে নভেম্বর, ২০২৫ ইং • ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ •  ২রা জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী ( রাত ৮:২৬ ) 

সাফল্যের সংজ্ঞা!

সাফল্যের কোনো সংজ্ঞা হয় না । সফলতা একটি উপলব্ধির ব্যাপার এবং এই উপলব্ধির কিছু নমুনা বা উদাহরণ আছে । যেমন-

১) আপনি যদি মনে করেন আপনার পৃথিবীতে আগমন ঘটেছিলো বলে আপনি খুবই গর্বিত এবং নিঃসংকোচে বাবা-মার প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন- তাহলে ধরে নেয়া যায় আপনি তাদের সফল সন্তান ।

২) আপনি যখন আপনার সন্তানকে নিয়ে গর্ববোধ করেন এবং আপনার মনে হয় এরকম সন্তানকে লালন করা ছিল আজন্মের পাওয়া- তাহলে আপনি একজন সফল বাবা অথবা মা 

৩) আপনার স্ত্রী যদি আপনাকে কোনোদিন বলে ,”তোমাকে পেয়ে আমি ধন্য”- তাহলে আপনি একজন সফল স্বামী ।

৪) আপনার প্রিয় বন্ধু/বান্ধবী যখন তার পারিবারিক অনুষ্ঠানের ভোজসভায় আপনার উপস্থিতি কামনা করে তাহলে ধরে নেবেন আপনি একজন সফল বন্ধু / বান্ধবী ।

৫) কর্মস্থলের সহকর্মীরা যখন আপনার পেশাদারি কাজের প্রশংসায় পঞ্চমুখ, তখন বুঝবেন আপনি একজন সফল পেশাদারি এবং দায়িত্ববান ।

৬) বয়স যখন ৫০ এ গিয়ে গড়াবে এবং তখনও যদি পেটে অম্ল-জনিত সমস্যা, কোমরে ব্যাথা, হাটু ভাঙা, চোখের জ্যোতি দুর্বল হওয়া ইত্যাদি ব্যাধি আক্রান্ত না করে থাকে তাহলে আপনি সত্যিই একজন সুস্বাস্থবান সফল পূর্ণবয়স্ক মানুষ ।

৭) আপনার মৃত্য যদি অগণিত মানুষকে কাঁদায়, তাহলে আপনি সফল জীবন নিয়ে পৃথিবীতে বেঁচে ছিলেন ।

যেহেতু জগৎ সম্ভাবনাময় এবং মানুষের পাওয়া এবং স্বপ্নের কোনো দ্বারপ্রান্ত নেই, তাই সফলতাও আপেক্ষিক । অসীমকে কখনো ছোয়া যায় না, কারণ অসীমত্ব একটি ধারণা মাত্র (যদিও গাণিতিকভাবে এর অস্তিত্ব প্রমাণিত)- তাই সীমাহীন সাফল্য কামনা করাটা বোকামি !

আমরা কতটুকু সফল হতে চাই সেটা আমাদেরই নির্ধারণ করে নিতে হবে । আর নির্ধারণটা খুব গুরুত্বসহকারে করতে হবে যাতে অর্জনের দ্বারপ্রান্তে গিয়ে চোখেমুখে সন্তুষ্টির ছাপ ফুটে উঠে । তাহলেই আপনি সফল ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Pinterest
Print